কিছুদিন আগেই বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেলিব্রেটিদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলতে ছাড় দেন না কেউই। কেউ পাশে দাঁড়ান আবার কেউ করেন বিরোধী মন্তব্য। ঠিক তেমনি সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হওয়া আমির খানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিজেপির সংসদ সদস্য সুধীর গুপ্তা।
রোববার বিশ্ব জনসংখ্যা দিবসে বক্তব্য দিতে গিয়ে মান্ডসৌরর এমপি বলেন, এর আগে দুই সন্তান সহ প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। এবার কিরণের সাথে বিচ্ছেদ করলেন এক সন্তান রেখে। আবার শুনছি দাদা হওয়ার বয়সে এসে তৃতীয় বিয়ে করার চিন্তা করছেন আমির। আসলে জানেন কি ভারতের ১০০ কোটি জনসংখ্যা হওয়ার পেছনে কিন্তু আমিরদের অবদান অনেক।
গেল সপ্তাহেই দ্বিতীয় স্ত্রী কিরণের সাথে বিচ্ছেদ হয় বলিউড সুপারস্টার আমির খানের। তবে ব্যাক্তিগত জীবনকে দুরে সরিয়ে এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন একই সাথে। এর মধ্যে বলিউডের অনেক স্টার আমিরকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন তবে শেষ পর্যন্ত তৃতীয় বিয়ের জন্য আমিরের মন গলবে কিনা সেটাই এখন দেখার বিষয়।