দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের হঠাত সিদ্ধান্তে পাল্টে গেলো কোপা আমেরিকা ফুটবলের ভেন্যু। এতদিন এই টুর্নামেন্ট আর্জেন্টিনায় হওয়ার কথা থাকলেও, এখন আর তা হচ্ছে না। তবে এবারের কোপার আসর বসবে ব্রাজিলে, এ কথাও নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। আয়োজক সংস্থা কনমেবল ঘোষনা দিয়েছে, পূর্বনির্ধারিত তারিখেই ব্রাজিলে বসবে কোপার আসর। সময় সূচিও নিশ্চিত করা হবে দ্রুতই। এবারের কোপা আমেরিকান ফুটবল অনুষ্ঠিত হবার কথা ছিলো যৌথ ভাবে তবে আর্জেন্টিনা ও কলম্বিয়া মধ্যে হঠাত করেই মে মাসের ২০ তারিখে নিজেদের নাম প্রত্যহার করায় ১০৫ বছরের ইতিহাস গড়া আর হলো না। পরে কোপার পুরো আসর আর্জেন্টিনায় হবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে আর্জেন্টিনা আর আয়োজক দেশ হতে পারছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে করোনায় ৭৬ হাজার ৬শ’ ৯৩ জনের মৃত্যু হয়েছে। তবে সবচাইতে মজার কথা হলো করোনা পরিস্থিতি আর্জেন্টিনার চাইতে আরও খারাপ। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটির ৪ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই মহামারিতে।