অনুমান করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো এরিকসনের। তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করেও সুস্থ না হওয়ায় এরিকসনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগে ২০১২ সালে এফএ কাপে ওয়ান্ডারার্সের বোল্টন কার্ডিয়াক অ্যাটাকের শিকার হয়েছিলেন টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে।পরে আর ফুটবল মাঠে ফেরা হয়নি বোল্টনের
ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ানো এরিকসন ম্যাচ চলার সময় অসুস্থ হয়ে পড়ায় স্থগিত করা হয়েছে ম্যাচটি। ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের ডেনমার্কের প্রথম ম্যাচের ৪৩ মিনিটে ঘটেছে এই ঘটনা। মাঠে উপস্থিত সবাই প্রথমে ধরেই নিয়েছিলো এরিকসনকে হয়তো আর ফেরানো যাবে না কিন্তু ভাগ্যের লিলায় এখনও তিনি নিশ্বাস নিতে পারছেন রিতিমত। তখন পর্যন্ত ম্যাচে কোন পক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত ঘোষনা করা হয়।