গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার প্রথম সন্তান রাহা কাপুর। রাহার বয়স তিন মাসও পেরোয়নি।
বি টাউনে ইতোমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে আলিয়ার দ্বিতীয় সন্তান নিয়ে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার নাকি মা হতে চলেছেন আলিয়া। সন্তান জন্মের তিন মাসের মধ্যে আবার নাকি তিনি সন্তানসম্ভবা।
সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। তারপর থেকেই আলিয়ার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা দানা বেঁধেছে।
কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান আলিয়া। সেখানেও তার ছবি দেখে কেউ কেউ দাবি করেছিলেন, আলিয়া আবার মা হতে চলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।