ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনীর দেওয়া ১৭৪রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় মেক জামাল। ৪৮ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে মোহাম্মাদ আশরাফুল। আশরাফুলের এই ইনিংসটি সাজিয়েছিলেন ৮ চার আর ২ ছয়ে। তার স্ট্রাইক রেট ছিলো ১৫০। এর আগে লিট কুমার দাসের ৭০ আর নাইম শেখের ৪২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান তোলে ঢাকা আবাহনী। এই ম্যাচে শেখ জামালের পক্ষে আফ্রিদি ও জিয়াউর রহমা নিয়েছেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন আশরাফুল।