ইউরো ফুটবলে টানা জয় তুলে নিলো ইতালি। নিজেদের দ্বিতীয় ম্যাচের সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে তারা। ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রাশিয়া আর তুর্কিকে ১-০ গোলে হারিয়েছেন ওয়েলস। এ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইতালি। ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ রয়েছে সুইজারল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ওয়েলস ২ নম্বরে। গ্রুপ বি তে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সমান তিন পয়েন্ট নিয়ে ফিনল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে।
ঘরের মাঠ রোমায় প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখে ইতালি। ম্যাচের ২৬ মিনিটে ম্যানুয়েল লোকেলটির স্কোরে সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নেয় ইতালি। ৫২ মিনিটে আবারও স্কোর করে ইতালিকে ডাবল লিড এনে দেন লোকেলটি। ৮৯ মিনিটে সিরো ইমোবাইলের স্কোরে ৩-০ গোলের বড় জয় পায় ইতালি। পুরো ম্যাচে কোন ভাবেই প্রতিরোধ গড়তে পারেনি সুইজারল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় মিরানুকুকের স্কোরে এই জয় রাশিয়ার।
দিনের আরেক ম্যাচে তুর্কির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ওয়েলস। আজারবাইজানের বাকুতে, ৪২ মিনিটে এ্যারোন রেমসের স্কোরে এগিয়ে যায় ওয়েলস। ম্যাচের অতিরিক্ত সময় রবার্টসের স্কোরে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।