২৭ জুলাই, ২০২৪, শনিবার

ইউরো ফুটবলের শেষ ষোলতে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে ফ্রন্স ও পর্তুগাল

Advertisement

জমে উঠেছে ইরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাস্পিয়নশিপ। আজ (বুধবার) রাতে শেষ ষোলতে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে পারে ফ্রান্স অধবা পর্তুগাল, তাই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ন দলদুটির জন্য। বাংলাদেশ সময় রা ১ টায় মাঠে নামবে তারা। আরেক ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় শেষ ষোলতে জায়গা পেতে মুখোমুখি হবে স্লোভাকিয়া ও স্পেন।

এই ম্যাচে পর্তুগালের চেয়ে বেশ এগিয়ে ফ্রন্স। পরিসংখানের বিচারে ২৭ দেখায় যেখানে ফ্রান্সের জয় ১৯টি সেখানে পর্তুগালের জয় মাত্র ৬টিতে। তাই এই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের জয় পাওয়াটা বেশ কঠিনই বলা যেতে পারে। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তণ দেখা যেতে পারে ফ্রান্স দলে। লুকাস ডিগনির পরিবর্তে মাঠে দেখা যেতে পারে লুকাস হার্নান্দেসকে। পরিবর্তণের সম্ভববনা নেই পর্তুগাল শিবিরে, ব্রুনো ফার্নান্দেজ, ডিয়েগো জটা, বার্নডো সিলভারা মাঠে নামবেন দলকে জেতানোর মিশনে। আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ফেভারিট জার্মানি।
আর পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ ষোল নিশ্চিত হবে সুইডেনের।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement