ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক ও ইতালি। জোহানে, ওয়েলসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা। এই জয়ের ফলে শেষ আট নিশ্চিত করলো ড্যানিসরা। ডেনমার্কের হয়ে ক্যাসপার করেন দুই গোল, জায়োকিম ও মার্টিন করেন একটি করে গোল।
এদিকে দিনের আরেক ম্যাচে, অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টারের টিকেট কেটেছে ইতালি। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হলেও ম্যাচের অতিরিক্ত সময় যেয়ে স্কোর করে দুই দল। ৯৫ মিনিটে ফ্রিব্রিকো গোল করে ইতালিকে ১-০ গোলে এগিয়ে নেয়। ১০৫ মিনিটে ম্যাট্রিয়োর স্কোরে আবারও এগিয়ে যায় ইতালি। তবে ১১৪ মিনিটে সাসাক্যালাজ স্কোর করে গোল ব্যাবধান কমালেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে ইতালি।