২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক; জয় পেয়েছে বেলজিয়াম ও নেদারল্যান্ড

Advertisement

‌ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। তেলিয়া পার্কে, এই জয়ের ফলে শেষ ১৬ নিশ্চিত করেছে ড্যানিসরা। আরেক ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। ৩-০ গোলে নেদারল্যন্ড হারিয়েছে নর্থ মেসোডোনিয়াকে আর ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অন্ট্রিয়া।

রাতে ম্যাচের প্রথম ৩০ মিনিট আক্রমণ পাল্ট আক্রমণ করেছে দুই দলই। সেই সময়টুকু বেশ জমজমাট ছিলো এতে কোন সন্দেহ নেই। তবে প্রেক্ষাপট পাল্টে যায় ৩৮ মিনিটে। মিক্কেলের স্কোরে লিড পায় ডেনমার্ক। ১-০ গোলে এগিয়ে থাকা ডেনমার্ক দ্বিতীয়ার্ধে আরো ধ্বংসাত্বক হয়ে ওঠে। ম্যাচের ৫৯, ৭৯ ও ৮২ মিনিটে ইউসুফ, এন্দ্রেস ও জায়োকিমের স্কোরে বড় লিড পায় ডেনমার্ক। এর মাঝে ৭২ মিনিটের সময় রাশিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেছিলো ডিজিউবা। তবে শেষ পর্যন্ত আর কোন রকম প্রতিরোধ গড়তে পারেনি তারা। ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রাশিয়ানদের।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement