২৭ জুলাই, ২০২৪, শনিবার

ইউরো ফুটবলের শেষ ষোলোর লড়াই শুরু শনিবার, ম্যাচ সিডিউল দেখে নিন এক নজরে

Advertisement

ইউরো ফুটবলে গ্রুপ পর্বের খেলা শেষে নিশ্চিত হয়েছে ১৬টি দল। এই ১৬ দল থেকে ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কে কবে, কার বিপক্ষে মাঠে নামবে সেটাই এবার জেনে নিতে চাই।

২৬ জুন, শনিবার
গ্রুপ এ ও বি এর রানার্সআপ দল মুখোমুখি হবে
ওয়েলস-ডেনমার্ক (রাত ১০ টা)
২৭ জুন, রোববার
গ্রুপ এ এর চ্যাম্পিয়নের মোকাবেলা করবে সি এর রানার্সআপ
ইতালি-অস্ট্রিয়া (রাত ১ টা)

গ্রুপ সিএর চ্যম্পিয়নদের মুখোমুখি হবে গ্রুপ ডি এর তৃতীয় দল
নেদারল্যান্ড-চেক প্রজাতন্ত্র (রাত ১০ টা)

২৮ জুন, সোমবার
গ্রুপ-বি চ্যাম্পিয়ন বিপক্ষে লড়বে তৃতীয় দল গ্রুপ-এফ
বেলজিয়াম-পর্তুগাল (রাত ১টা)

গ্রুপ-ডি রানার্সআপের প্রতিপক্ষ গ্রুপ-ই রানার্সআপ
ক্রোয়েশিয়া-স্পেন (রাত ১০টা)

২৯ জুন, মঙ্গলবার
গ্রুপ-এফ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে গ্রুপ এ এর তৃতীয় দল
ফ্রান্স-সুইজারলান্ড, (রাত ১টা)

গ্রুপ-ডি চ্যাম্পিয়নের প্রতিপক্ষ গ্রুপ-এফ রানার্সআপ
ইংল্যান্ড-জার্মানি

৩০ জুন বুধবার
গ্রুপ-ই চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে গ্রুপ সিএর তৃতীয় দল
সুইডেন-ইউক্রেন (রাত ১টা)।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement