ইউরো ফুটবলে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর শেষ পাঁচ মিনেটের ভেল্কিতে বড় জয় পায় পর্তুগিজরা। ৮৭ ও ৯২ মিনিটে গোল দুটি করেই মিচেল প্লাতিনিকে টপকে ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা বনে যান ক্রিস্চানিয়ো রোনালদো। ইউরো ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত কোন ফুটবলার ১১ গোল করতে পারেনি। গোলের দিক দিয়ে এখন সেরা রোনালদো। দিনের আরেক ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রন্স। তাও আবার প্রতিপক্ষ জার্মানির হামিসের স্কোরেই ম্যাচ জেতে তারা
রাতে পর্তুগালের বিপক্ষে প্রথময়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে হাঙ্গেরি। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত রেখেছিলো তারা। তবে সব বাধা টপকে ম্যাচের ৮৪ মিনিটে রেপেলের স্কোরে এগিয়ে যায় পর্তুগিজরা। পরে পেনাল্টি থেকে স্কোর করে ডাবল লিড এনে দেয় রোনালদো। তিনি স্কোর করেন ম্যাচের ৮৭ ও ৯২ মিনিটে। ফলে পুরো পয়েন্ট নিয়ে টেবিল সেরা হয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
দিনের আরেক ম্যাচে হামিসের আত্মঘাতী স্কোরে ফ্রান্সের বিপক্ষে হেরে যায় জার্মানি।