ইউরো ফুটবলে জয় পেয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ড ও ইউক্রেন। রাতে ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। ম্যাচের শুরুতেই ডেনমার্ক লিড নিলেও তা ধরে রাখতে পারেনি। ড্যানিসদের হয়ে স্কোর করেন ইউসুফ পুলসন। প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়ানরা। পরে ম্যাচের ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান হ্যাজার্ড। ম্যাচের ৭০ মিনিটে কেভিন ব্রুইনের স্কোরে স্বস্তিতে ফেরে বেলজিয়াম। ম্যাচের বাইক সময় আক্রমন পাল্টা আক্রমণ চললেও শেষ পর্যন্ত আর কোন দলই স্কোর করতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্টে গ্রুপ বি তে বেলজিয়াম রয়েশে শীর্ষে। আর ডেনমার্কের অবস্থাণ তলানিতে।
এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে নেদারল্যন্ড ও ইউক্রেন। জেহান অ্যারিনায় অস্ট্রিয়ার বিপক্ষে তারা জয় পায় ২-০ গোলের। দলের হয়ে গোল দুটি করেন, ম্যাম্পিস ও ডেন্জেল। আর তৃতীয় ম্যাচে নর্থ মেসেডেনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে।