২৭ জুলাই, ২০২৪, শনিবার

ইউরো ফুটবলে সেরা হলেন কারা? দেখে নিতে পারেন একনজরে

Advertisement

হোমে নয় ইউরোর কাপ গিয়েছে রোমে। আর এই রোমের ঠিকানা খুঁজে দিতে সবচাইতে বড় অবদান যিনি রেখেছেন তিনি হলেন ইতালির গোল কিপার জিয়ান লুইগি। তবে তার পুরষ্কারও পেয়েছেন হাতে হাতেই এবারের ইউরোর সেরা খেলোয়াড় হয়ে জিতে নিয়েছেন গোল্ডেন বল। ইউরোর ফাইনালে শাসরুদ্ধকর টাইব্রেকার পর্যন্ত দলকে টেনে নিয়েগেছেন দুর্দান্ত কিপিং করে। আর গোল্ডেন বুট জিতে নিয়েছেন রোনালদো। চার ম্যাচে করেছেন পাঁচ গোল। পাঁচ ম্যাচে ৫ গোল করে সিলভার বুট দখল করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। ফ্রান্সের করিম বেনজেমা জিতেছেন ব্রোঞ্চ বুট। চার ম্যাচে তার গোল চারটি।

ইউরোর বেস্ট ফাইভ প্লে-মেকারের তালিকায় নাম লিখিয়েছে সুইচ তারকা স্টিভেন জুবার, স্প্যানিস ফুটবলার দানি ওলমো, ইংল্যান্ডের লুক শ, ডেনমার্ক ও নেদারল্যান্ডের এমিল হজবজার্গ এবং মেমফিস ডিপে।

সেরা পাচ কিপারের তালিকায় নাম লিখিয়েছেন চ্যাম্পিয়ন দলের কিপার জিয়ানলুইগি ডোনারুম্মা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড, বেলজিয়ামের থিবো কোর্তোয়া, চেক প্রজাতন্ত্রের থমাস ভেক্লিক এবং সুইডেনের রবিন অলসেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement