২৯ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক। বাকু অলিম্পিক স্টেডিয়ামে নেদরল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জিতে সেমিফায়নালের টিকেট কাটে দলটি।
রাতে ম্যাচের শুরুতেই ড্যানিশদের ১-০ গোলে এগিয়ে নেন ডেলান। ম্যাচের পঞ্চম মিনিটে লারসেনের কর্নার কিক থেকে হেড করে গোল করেন এই ড্যানিস তারকা। প্রথমার্ধের শেষের দিকে আবারও স্কোর পায় ডেনমার্ক। মাঠের বা প্রান্ত থেকে জোয়াকিমের মন মাতানো ক্রসে ডলবার্গের স্কোরে ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ক্যাস্পার হজুলমন্ডের শিষ্যরা।
ম্যাচে দ্বিতীয়ার্ধে নতুন এক নেদারল্যান্ডকে দেখে বিশ্ব ফুটবল। ৪৯ মিনিটে ডেনমার্কের রক্ষণ কাঁপিয়ে প্রতিশোধ নেয় প্যাট্রিক। স্কোর করে ড্যানিজদের বিপক্ষে ব্যবধান কমান তিনি। ম্যাচের বাকি সময় একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাইনি নেদারল্যান্ড। তাই শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে ইউরো থেকে বিদায় নেয় তারা।