হ্যারি কেইনের ধামাকায় ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইউরোর সেমিতে উঠে গেলো ইংল্যান্ড। স্টাডিও অলিম্পিকোতে ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ড জয় পায় ৪-০ গোলের।
রাতে ম্যাচের চার মিনিটে কেইনের স্কোরে লিড পায় ইংল্যান্ড। কেনকে দিয়ে গোলটি করিয়েছিলেন ম্যান সিটির ইউঙ্গার রজিম স্টারলিং। ম্যাচের ৪৬ মিনিটে ডাবল লিড পায় ইংলিশরা। লুক শ’র ফ্রিকিক থেকে হেড করে ব্যবধান বাড়ান ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।
এর পরেই আবারও কেইনের আঘাতে ৩-০ গোলে পিছিয়ে পড়ে ইউক্রেন। ম্যাচের ৬২ মিনিটে কর্নার কিক থেকে হেড করে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হেন্ডারসন। আর তাতেই ৪-০ গোলে উড়ে যায় ইউক্রেন।