২০১৮ সালে বিশ্বকাপ খেলা হয়নি ইতালির, তার পরও কোচের উপর ভরসা রেখেছিলো ইতালির ফুটবলের কর্তারা। বছর তিনেক পর শেষ পর্যন্ত সেই মানচিনিই দলকে শিরোপা এনে দিলেন। নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ওঠা ইংল্যান্ডকে হারিয়ে ইউরো সেরার তকমা পেলো ইতালি।
লন্ডের ওয়েম্বলি স্টেডিয়াম ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ইংলিশরা। প্রথমার্ধের পুরো সময় জুড়েই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়েছে ইংল্যান্ড। তবে বিরতীর পর মাঠে নেমে পাল্টা জবাব দেওয়া শুরু করে ইতালি। ইংল্যান্ডের রক্ষণ এলোমেলো করে দিতে একেরপর এক আক্রমণ শুরু করে মানচিনির শিষ্যরা। ৬৭ মিনিটে বোনুচ্চির স্কোরে আবারও ম্যাচে ফেরে ইতালি।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি হয়নি। পরে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, সেখানে ৩-২ গোলের জয়ে ব্রিটিশদের ফুটবল ঘরে ফেরানোর আশা ভেঙ্গে দিয়ে কাপ নিজেদের করে নেন মানচিনির শিষ্যরা।