২৭ জুলাই, ২০২৪, শনিবার

তিন হাজার ভোল্ট বিদ্যুৎচালিত ট্রেনের ছাদে ফ্রান্স যাত্রা,বাংলাদেশির মৃত্যু

Advertisement

ইতালি থেকে লুকিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ৩ হাজার ভোল্টে পরিচালিত ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৯ আগস্ট ইতালির ইম্পেরিয়া ইন লিগুরিয়া প্রদেশের ভেন্টিমিগলিয়া পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম জানা যায়নি। তবে তার বাড়ি সিলেটের হবিগঞ্জে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি লোকোমোটিভ ট্রেনের ছাদে করে ইতালি থেকে ফ্রান্সের সীমান্তে পৌছাঁনোর চেষ্টা করেন। এ সময় ট্রেনের ৩ হাজার ভোল্টের লাইনের কাছাকাছি এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ট্রেনটি মেন্টন-গারাভান থেকে কয়েক কিলোমিটার দূরে ভেন্টিমিগলিয়ায় টানেলের মধ্যে থামে। দুর্ঘটনার পরপরই টেকনিশিয়ান, ইতালি রেলওয়ে পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, এর আগেও নিহত ওই বাংলাদেশি কয়েকবার ফ্রান্সে প্রবেশের চেষ্টা করলে ইতালি পুলিশ তাকে ফেরত পাঠান।

আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কাসিলিনা রোডের কাপুয়া মসজিদে দোয়া করা হবে। পাশাপাশি মরদেহ রোমে আনার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement