ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইতালি। উইম্বিলি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে স্পেনের বিপক্ষে ৪-২ গোলের জিতে ফাইনাল নিশ্চিত করে তারা।
রাতে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দলের ফুটবলাররা। প্রথমার্ধে আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গতে পারেনি কোন দলই। প্রথমার্ধ গোলশুণ্য ভাবে শেষ হলেও দ্বিতিয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে গোল পায় ইতালি। ফেডেরিকোর স্কোরে ১-০ গোলের লিড পায় তারা।
তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৮০ মিনিটে মেরাতার স্কোরে সমতায় ফেরে স্পেন। বাকি সময় লড়াই হয়েছে ঠিকই কিন্তু গোলের দেখা পায়নি কোন দল, তাই শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। আর ট্রাইবেকারে স্পোনের বিপক্ষে ৪-২ গোলের জয় পায় ইতালি।