খেলোয়াড় ম্যারাডোনাই। কোপা জয়ের পর সেই ম্যারাডোনাকেই স্মরণ করলেন লিও মেসি। নিজের ইনিস্ট্রাগ্রামে এই তারকা লেখেন ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়টি আমি উৎসর্গ করতে আমার পরিবার ও বন্ধুবান্ধবকে যারা আমাকে খেলা চালিয়ে যেতে সহযোগিতা করেছে। আমি উৎসর্গ করতে চাই সেই সব মানুষকে যারা করোনাভাইরাসে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি লেখেন দিয়াগো যেখানেই থাকুক তিনিই আমাদের শক্তি এবং তার তাড়াতেই আজকে এই শিরোপা জয়। কোপার ট্রফিটা উৎসর্গ করতে চাই তাকেও।
২০২০ সালের নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬০ বছর।