ঈদের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২০ মে পর্যন্ত সংক্রমণ ছিলো ৮ শতাংশের কাছাকাছি। ২৪ মে ৮.১৫ ও ১ জুন ৯.৬৭ শতাংশ। বুধবার নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩৭ জন। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ, মারা গেছেন আরও ৩৬ জন।
বুধবার ভোর ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা মেডিকেলে মারা গেছে ১৭ জন।
গতকাল রাজশাহী জেলায় শনাক্তের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে ৪০ দশমিক ৬২ শতাংশ হয়েছে। মারা গেছেন আরও ১২ জন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি শয্যা ছিলো। রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয়, এখন কোভিড ইউনিটে মোট শয্যা ২৬৪টি। ভর্তি করা হয়েছে ২৭৭ জন, বাকি ১৩ রোগী মেঝেতে আছেন।