২৭ জুলাই, ২০২৪, শনিবার

উন্ডিজ শিবিরে করোনায় আক্রান্ত পাঁচ

Advertisement

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে উইন্ডিজের সব মিলিয়ে পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে উইন্ডিজের মোট ছয় ক্রিকেটার পাকিস্তানে করোনায় আক্রান্ত হলেন। শাই হোপ, অকিল হোসেন ও জাস্টিন গ্রেভস এছাড়া সহকারী কোচ রোডি ইস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। তারা ১০ দিন বা পিসিআর টেস্ট নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত অবশ্যই তাদের আইসোলেশন পালন করতে হবে।

উইন্ডিজ ক্রিকেট বলছে, আক্রান্ত তিন জন ক্রিকেটার আগামী ম্যাচটি খেলতে পারবেন না এবং এই পাঁচ জনই এখন আইসোলেশনে থাকবেন। তারা সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। তারা আগামী ১০ দিন কিংবা পিসিআর টেস্টে নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন।”

সিরিজ শুরুর আগেই পিসিআর টেস্টে করোনা ধরা পড়েছিল বাঁহাতি পেসার শেল্ডন কটরেল, ব্যাটার রস্টন চেজ ও কাইল মেয়ার্সের। ফলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তাদের। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড আগেই ছিটকে গেছেন চোটের কারণে। সিরিজের মাঝপথে ছোট পেয়েছেন ডেভন থমাস। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement