১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

উরুগুয়েকে হারিয়ে টেবিল টপার আর্জেন্টিনা

Advertisement

কোন বৈশ্বিক ফুটবল আসর মানেই বাঙ্গালির উতসব। দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার সাপোর্টে। ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সাপোর্টাররা যেমন মন খারাপ করেন, ঠিক তেমনি আর্জেন্টিনা জিতলেও ব্রাজিলের সাপোর্টাররা হতবাগ হয়ে যায়। এই কোপায় প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম খেলায় আর্জেন্টিনা ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে সক্ষম হয়েছে। রাতে, উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। এই জয়ে তাদের পয়েন্ট এখন চার। এ গ্রুপে তারাই এখন গ্রুপ সেরা। দ্বিতীয় দল হিসেবে চার পয়েন্ট নিয়ে চিলির অবস্থান দুইয়ে। আর আজকের প্রতিপক্ষ এখন পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের চারে। বলিভিয়ার অবস্থান টেবিলের পাঁচে।

এস্তাদিও ন্যাশনাল ম্যান গারিঞ্চা স্টেডিয়ামে, ৪-৩-৩ ফরমেটে মাঠে নেমেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গার মিশনে একের পর এক এট্যাকে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটে গিয়ে প্রথম গোল পায় আর্জেন্টিনা। মেসির ক্যারামতিতে আর্জেন্টিনাকে লিড এনে দেয় রদ্রিগেজ। আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে আরো কয়েকবার প্রতিপক্সের রক্ষণ ভাঙ্গলেও গোলকিপারকে ফাঁকি দিতে পারিনি। অন্যদিকে উরুগুয়েও চেষ্টার কমতি রাখেনি। কিন্তু আর্জেন্টাইনদের গতি ও স্কিলের সাথে পেরে ওঠেনি তারা। এই ম্যাচে উরুগুয়ের স্টার লুইজ সুয়ারেজ  জ্বলে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।   

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement