১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

এই কোপায় মেসিই সেরা; বুট ও বল দুটোই তার

Advertisement

২৮ বছর পর আন্তোর্জাতিক শিরোপা জিতে জিতে অনেক কিছু অর্জিত হয়েছে হয়েছে মেসির। ম্যাচ জয়ের পর থেকেই নতুন নতুন সংবাদ আসছে মেসির কাছে। সে সব সংবাদের পুরোটাই তার পক্ষে বা সু-সংবাদ। পুরো ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একটিও শিরোপা জয় ছিলো না মেসির। ক্যারিয়ারের শেষ ভাগে এসে জাতীয় দলের জার্সি গায়ে শিরোপা উচিয়ে ধরতে পেরে মেসি এমনিতেও আনন্দিত তার উপর গোল্ডেন বল-বুট সবই তার দখলে।

কোপার এই আসরের সেরা ফুটবলারের পুরুষ্কার উঠেছে মেসির হাতে। পুরো টুর্নামেন্টে এসিস্ট করেছেন পাঁচটি আর গোল করেছেন ৪টি। যদিও কলোম্বিয়ার লুইস দিয়াজও করেছেন ৪টি গোল। তারপরও সব মিলিয়ে তিনইই এই টুর্নামেন্টের সেরা। গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন এই তারকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement