পরিমনী ইস্যু সম্পর্কে জানা নেই বাংলাদেশে এমন মানুস খুব কমই আছে। সিনেমার বাইরে এমন সিনেমা করায় পরিমনীর উপর চটেছে ঢাকায় ছবির সিনিয়র আর্টিস্টরা। অনেকই প্রশ্ন তুলছেন পরির জীবন যাত্রা ও সম্পদ নিয়ে। নিজের এমন সমালোচনা সহ্য করতে না পেরে আবারও সেই ফেসবুকের সাহায্য় নিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে দিয়েছেন এসব বিষয় নিয়ে স্ট্যাটাস সেখানে তিনি লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ!
একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।
তিনি আরও লেখেন যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি।আমি নিয়মিত একজন করদাতা। আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন,আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ 😊মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ ।
– আপনাদের পরীমণি 🙏