শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড। বৃষ্টি আইনে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় তারা। ফলে তিন ম্যাচের সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো তারা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান তোলে শীলঙ্কা।
জবাবে, ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। এর আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কুশল মেন্ডিস। ইংল্যান্ড ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টির কারণে ম্যাচ নামিয়ে আনা হয় ১৮ ওভারে। তাদের সামনে টার্গেট দাঁড়ায় ১০৩ রান। লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত চার উইকেট হারালেও স্যাম বিলিংস ও লিভিংস্টোনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।