৯ নভেম্বর, ২০২৪, শনিবার

এত কম সময়ে বাংলাদেশের ব্যাটারদের নতুন কিছু সেখানো বেশ কঠিন: অ্যাশওয়েলস প্রিন্স

Advertisement

নতুন ব্যাটিং কোচ মানেই নতুন নতুন টেকনিক, কখনো কখনো পরিবর্তণ করে ফেলা হয় ব্যাটারের ব্যাটিং স্টাইলও। তবে সেসব পথে হাঁটতে নারাজ টাইগারদেন নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কারণ তার চুক্তির মেয়াদ মাত্র এক সিরিজ আর তাতে ক্রিকেটারদের বুঝে উঠতেই হিমশিম খাবেন তিনি।

ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইডে তিনি বলেন, খুব কম সময়ের জন্য বিসিবির সাথে চুক্তি হয়েছে আমার। এমন পরিস্থিতিতেতো ব্যাটারদের বুঝে ওঠাই কটিন পরিবর্তণ করবো কিভাবে। আমি নিজের দায়িত্বটা মূলত দেখছি, প্রতি ম্যাচের আগে খেলোয়াড়দের যথাযথ প্রস্তুতিতে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে সহায়তা করার কাজ হিসেবে। তিনি আরও বলেন, আসলে খেলার পরিকল্পনা, গেমপ্ল্যান, ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনা কি থাকবে এসব বিষয় নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। একজন খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ব্যাটারদের সেখানোর চেষ্টা করবো।

শেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিলো বাংলাদেশ ২০১৩ সালে। তার পরে আর সফর করা হয়নি গেল ৮ বছরে। এই সফরে দল ভালো করবে এমনটাই প্রত্যাশ করছেন দলের নতুন ব্যাটিং পরামর্শক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement