এইফসি কাপের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে মালদ্বীপে এমনটাই নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি। সোমবার নিজেদের মধ্য আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান তাদের ওয়েব সাইডে প্রকাশ করা হয়। ২০১৬ সালের এএফসি কাপের রানারআপ দল ভারতের ব্যাঙ্গালুরু এফসি, মালদ্বিপের ক্লাব ইয়াগলেস প্লে অফ ম্যাচ খেলবে ১৫ আগস্ট। ভারতের মোহন বাগান ও মাজাইয়া স্পোর্টের বিপক্ষে।
২০২০-২১ মৌসুমে বাংলাদেশের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলা ১৮ অগষ্ট। ডি গ্রুপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮,২১ ও ২৪ আগস্ট। গ্রুপ পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন দল খেলবে দক্ষিণ এশিয়া জোনের সেমিফাইনালে।