১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

এবারও হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দেওয়া হয়েছিল অটোপ্রমোশন। সংক্রমণ না কমায় এবারও অনুষ্ঠিত হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তবে গত বছরের মতো এবছর হচ্ছে না অটোপ্রমোশন। আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক এ এম মনছুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাদের অটোপাস দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আনা সম্ভব হলেও তাদের বার্ষিক পাঠপরিকল্পনার আলোকে পড়ানো হবে।  পরীক্ষা না নিয়ে “বাড়ির কাজের” মাধ্যমে মূল্যায়নের বিষয়টি পূর্বেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। কি পদ্ধতি অবলম্বন করে পরবর্তীতে শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে তার সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। পদ্ধতি নির্ধারণ করে খুব দ্রুতই প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে, সেখানে সায় মিললে জুলাই মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement