১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার

এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা

Advertisement

করোনাভাইরাস মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়ার সুযোগ বন্ধ রাখছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না। আরব নিউজের শনিবারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আরব নিউজ জানিয়েছে, সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। সে কারণে বাংলাদেশিরাও হজে যেতে পারবেন না। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য সাধারণত ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। মহামারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement