১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

এবার আইপিএলে আর খেলা হচ্ছে না সাকিব-মোস্তাফিজের!

Advertisement

সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে আবারও মাঠে গড়াবে আইপিএল, এমন সিদ্ধান্তে অটল ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কমিটি। করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি-অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে, এমন খবরই ছাপিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের জন্য টিকেট পাবেননা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু সাকিব মোস্তাফিজই নয়, বিশ্বের অনেক তারকাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে অংশ নিতে দিবে না তাদের বোর্ড।

এ ব্যাপারে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেন, এ বছরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড ,ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলাবে বাংলাদেশ। এসব গুরুত্বপূর্ণ সিরিজের আগে কোন ভাবেই সাকিব ও মোস্তাফিজকে ছাড়তে চায় না বিসিবি। এবছরের সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করা হলে অনেককেই পাবে না দলগুলো। ইংলিশ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও আইপিএলে অংশ নেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে সঙ্ক। আর বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আর মোস্তাফিজকে তো ছাড়ছেই না বিসিবি। তবে ক্রিকেট বোদ্ধারা মনে করেন, ওই সময় আইপিএল আয়োজন করলে খুব একটা জমবে না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement