বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ভারতের বিপক্ষে যে কৌশলে খেলার কথা ছিলো তার ছিটেফোঁটাও বাস্তবে রূপান্তরিত করতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে জান দিয়ে লড়লেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ছিলো ছন্নছাড়া। কোন ভাবেই নিজেদের গুছিয়ে নিতে পারেননি। আসলে পরিকল্পনা কি ছিলো হয়তো সেটাই বুঝে উঠতে পারেননি বাংলার ফুটবলারা। ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিলো গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে ভারতের ফরোয়ার্ডদের আক্রমণে দিশেহারা হয়ে ওঠে বাংলাদেশ। বল দখলের ক্ষেত্রেও বহুগুণে এগিয়ে ছিলো ভারত। ৭৩ শতাংশ দখল ভারতের আর জামালদের মাত্র ২৭। তারপরও ৭০ মিনিট পর্যন্ত নিজেদের জালে বল জড়াতে দেয়নি বাংলাদেশের ডিফেন্স কিন্তু ৭৯ মিনিটে ভারতের অভিজ্ঞ ৩৬ বছর বয়সী সুনীল ছেত্রির কাছেই প্রথম গোল হজম করতে হলো জেমিডের শীর্ষদের।
পরের কয়েক মিনিট আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ৯২ মিনিটে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এবারও গোল করে ভারতীয়দের আনন্দে মাতান ছেত্রি। শেষ পর্যন্ত ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই জয়ের ফলে এশিয়ান কাপে সরাসরি খেলার দৌড়ে এগিয়ে গেলো ভারত। আর বাংলাদেশ পড়লো পিছিয়ে।