বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে তিন ম্যাচের দুটিতেই বড় ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। সে ক্ষেত্রে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে হলে বাংলাদেশকে খেলতে হতো প্লে-অফে । কিন্তু নিয়ম পরিবর্তণ করায় এখন সরাসরিই এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের অংশ নিতে পারবে বাংলাদেশ।
এমন সংবাদে তরিঘরি করেই সংবাদ সম্মেলন ডেকেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারশন। সেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আমরা সরাসরিই এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে খেলছি এই খবর শুনে আমরা বেশ আনন্দিত। তবে জাতীয় দল আজকেই দেশে ফিরবে তারপর আমারা তাদের নিয়ে নতুন করে পরিকল্পনা করবো। তিনি আশা করছেন এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশ ভালো করবে।
তিনি আরও বলেন, দুই একদিনের মধ্যেই লিগ কমিটির মিটিং করে আগামী ২২ থেকে ২৩ জুনের মধ্যেই আমরা প্রিমিয়ার লিগের খেলা চালু করবো। তিনি বলেন, দল দেশে ফেরার পর তাদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দলের বর্তমান অবস্থা বোঝা যাবে।