বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানদের রুখে দিয়েছিলো টাইগার ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে ২-০ গোলে। তার মধ্যে দলের অধিনায়ক সহ সেরা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশের। ওমানের বিপক্ষে পরীক্ষাটা খুব বেশি সহজ হবেনা ফুটবলারদের জন্য। ওমানের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল খেলেছে একটি ম্যাচ, যেখানে টাইগারদের হারতে হয়েছিলো ৪-১ গোলের ব্যবধানে।
সেসময় দেশের সেরা দল নিয়ে খেলেই ৪ গোল খেতে হয়েছে বাংলাদেশের, সেখানে এবার যে দল নিয়ে তাদের বিপক্ষে মাঠে নামবে জেমি ডে তাদের অবস্থা খুব বেশি ভালো হওয়ার কথাও নয়। তাই আনুশীলনে ঘামটা একটু বেশিই ঝড়াচ্ছেন জাতীয় দলের ফূটবলাররা। টাইগার পুটবলারদের লক্ষ্য ১৫ জুন ওমানের বিপক্ষে জয় নিশ্চিত করা।