প্রথমে কথা ছিলো টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে সিদ্ধান্ত নিলেন টি-টোয়েন্টি সিরিজও খেলবেন তিনি। কিন্তু হুট করেই পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের ফ্লাইট ধরলেন মুশফিকুর রহিম। তার এমন সিদ্ধান্তে হতবাগ বাংলাদেশ! কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেলো মুশফিকের বাবা-মা করোনা আক্রন্ত তাই হুট করেই দেশের ফ্লাইট ধরেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ইমেল বার্তায় জানিয়েছে বাবা-মায়ের অসুস্থতার খবর শুনে বুধবারই জিম্বাবুয়ে থেকে দেশের পথ ধরেছেন মুশফিক। মুশফিকের বাবা-মায়ের শারিরীক অবস্থার দ্রুত অবনতী হওয়ায় তাদের দুজনকেই নিয়ে আসা হচ্ছে ঢাকায়।
বিসিবি জানায় ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পাওয়ান যাবে না মুশফিককে। টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে স্পষ্ট কোন নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।