ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাসে ভরপুর, বললেন তাদের কোচ ফিল সিমন্স। এই মানসিকতা নিয়ে এই বছর টেস্টে হারতে চান না তিনি, এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের বাকি সময়ও অপরাজিত থাকার প্রত্যয়।
রবিবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম ম্যাচে তৃতীয় জয় পায় উইন্ডিজ। শেষ চার টেস্টেই তারা অপরাজিত।
সিমন্স বললেন, ‘আমরা ২০২১ সালও শুরু করেছিলাম একইভাবে। বাংলাদেশে দুটি জিতেছিলাম, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ড্র। এখান থেকে আমরা কীভাবে সামনে এগোবো, সেটাই আসল। আমি চাই এই বছর পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে। এটা আমার জন্য ভালো হবে। ছেলেরা যা করছে, তা থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। যত বেশি আত্মবিশ্বাস পাবেন, ততই আপনার কাজ ও ভূমিকা সহজ হবে। এটার শুরু খুব আগে নয়, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে।’