কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন পথ দিল ইউটিউব

0
520

কনটেন্ট ক্রিয়েটরদের আয়-রোজগার বাড়ানোর নতুন সুযোগ তৈরি করে দিল ইউটিউব। সম্প্রতি ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করছে ইউটিউব। নির্মাতাদের আয় আরো বাড়াতে এই ফিচার কাজ করবে।

নতুন এই ফিচারের নাম ‘সুপার থ্যাংকস’। টিকটক এবং ফেসবুক মালিকাধীন ইন্সটাগ্রাম রিলস এর মতো কাজ করবে সুপার থ্যাংকস।

নতুন ফিচারটির মাধ্যমে দর্শকরা তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থের বিনিময়ে সাপোর্ট করতে পারবে। ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারে দর্শকরা নূন্যতম ২ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত সাপোর্ট করতে পারবে।

সুপার থ্যাংকস দেওয়া মাত্রই ইউটিউব সেটিকে একটি অ্যানিমেটেড জিআইএফ এবং বর্ণিল মন্তব্যের মাধ্যমে প্রদর্শিত করবে। এমনকি এই সুপার থ্যাংকসে কনটেন্ট ক্রিয়েটর সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।

ফিচারটি ৬৮টি দেশের ভিডিও ককনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্টে যোগ করা হবে। একই সাথে যেসব ক্রিয়েটর বা নির্মাতা এই ফিচারের যোগ্য তারাও এটির সম্পূর্ণ সুবিধা পাবেন। সুপার থ্যাংকসের পাশাপাশি ইউটিউব লাইভ সম্প্রচারের সময় দর্শকরা সুপার চ্যাটও দিতে পারবে।

তবে রেস্ট্রিক্টেড, তালিকাভুক্ত, শিশুদের জন্য তৈরি, বিতর্কিত কনটেন্ট ইত্যাদি ভিডিওর ক্ষেত্রে এই ফিচার প্রদান করা হবে না।