১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

করেনায় মৃত্যু বৃদ্ধি পেয়েই চলছে

Advertisement

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত এবং মৃত্যুর দিকে ভারতের অবস্থান তৃতীয়। অপর দিকে মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজারেরও বেশি এবং মৃত ৪ লাখ ৬২ হাজার ৭৯১ জন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হওয়ার পর ধীরে ধীরে উন্নতির দেখা পাচ্ছে দেশটি। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩ হাজারের নিচে। সংক্রমণও কমে সোয়া ১ লাখের নিকটবর্তী। দেশটিতে নতুন করে শনাক্ত করা গিয়েছে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের দেহে, যেটি গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে সরণি¤œ। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তে মোট সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭৯৫ জন হওয়ায় মৃত্যুর সংখ্যা আজ দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে। প্রতিদিন-ই সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে যেখানে মাস খানেক আগেও সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৫ লাখের বেশি। এদিকে বাংলাদেশে গেল দিনে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু নিয়ে বর্তমান মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৫৪০ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement