এ মাসের শেষ সপ্তাহেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়ার কথা ছিলো বাংলাদেশের। তবে জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতি কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে বিসিবিকে। জিম্বাবুয়ে সরকার দেশে ঘোষণা করেছে লকডাউন, বন্ধ করে দিয়েছে সব ধরনের খেলাধুলা ও তার আয়োজন। এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পরাটা খুবই স্বাভাবিক।
তবে সিরিজ বানচাল হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। গণমাধ্যমে তিনি বলেছেন, “করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে।
তিনি আরও বলেন, জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।
করোনা পরিস্থিতি যাই হোক যদি জিম্বাবুয়ে সরকার এই সিরিজ আয়োজনের অনুমতি দেয়, তাহলেই হয়তো এ মাসের শেষ সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ।