প্রথম ম্যাচে আফগানদের সাথে ড্র দ্বিতীয় ম্যাচে কাল (সোমবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতিই নিচ্ছিলো বাংলার ফুটবলাররা। কিন্তু হঠাতই ঘটে গেলো বিপত্তি। ভারতের মিড ফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনায় আক্রন্ত হয়ে এখন রয়েছেন আইসলিশনে।
এই ঘটনা শোনার পরেই সতর্ক হয়ে গেছে বাংলাদেশের ফুটবলাররা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, এই খবর জানার পর থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন খেলোয়াড়রা। সেই সাথে জামালদের চলাফেরাতে দেওয়া হয়েছে বিধিনিষেধ। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রোববার কোভিড টেস্ট করানো হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। রাতেই পাওয়া যাবে কোভিড টেস্টের ফলাফল। ম্যাচ নিয়ে কোন শঙ্কা নেই। অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়েই।