সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুন থেকে উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে আফ্রিকান শিবিরে খারাপ সংবাদ বয়ে এনেছে করোনা ভাইরাস। পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস করোনা পজেটিভ হয়ে ছিটকে পড়েছেন এই সিরিজ থেকে। গেল ২৪ জুন এমন খবর নিশ্চিত করেছে ক্রিকেট আফ্রিকা। প্রিটোরিয়াসের জায়গায় দলে ডাকা হয়েছে আরেক বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে।
ক্রিকেট আফ্রিকা জানায়, প্রিটোরিয়াসের করোনার কোন লক্ষণ বা উপসর্গ ছিলো না তবে পরীক্ষায় এই ভায়রাসটি শনাক্ত করা হয়েছে। উইন্ডিজ সফরে যাওয়ার আগে এই পরীক্ষা করানো হলে পরে তাকে ছাড়াই উইন্ডিজ সফরে যায় টি-টোয়েন্টি দল।