করোনা ভাইরাস মহামারী রুপ ধারণ করার পর থেকে সারা বিশ্বে তা ভয়াবহ রুপ ধারণ করে। কিন্তু এ পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্য। কিন্তু গতকাল দেশটি প্রথম বারের মতো মৃত্যুবিহীন একটি দিন পার করল। এটি যেন সারা বিশ্বে একটি অবাক করা বিষয়। গতকাল মঙ্গলবার দেশটি কোন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। কিন্তু ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এটাকে অত্যন্ত আনন্দেও সংবাদ বললেও এখনো এ ভাইরাসকে পরাজিত করা যায়নি বলে সর্তক করা করেছেন।
অন্যদিকে হ্যানকক উচ্ছাস প্রকাশ করেন দেশটিতে প্রথম বারের মতো মৃত্যুহীন একটি দিন পার করায়। তিনি বলেছেন, সম্পূর্ণ দেশ খুবই আনন্দিত এ সংবাদ শুনে। দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ডের মেডিকেল পরিচালক ইভান ডোয়েল এ দিকটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে মনে করেছেন এবং সকলকে টিকা নিশ্চিত করার আহব্বান জানান।