১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

করোনায় সারা বিশ্বে একদিনে আরও ৬ হাজার মানুষের মৃত্যু

Advertisement

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে একদিনে আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ কমেছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়ে মারা গেছেন ৬ হাজার ২৩৩ জন।  আজ (সোমবার) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ  ৮২ হাজার ৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২২৯ জন। এর আগের দিন (রোববার) মৃত্যু হয় ৭ হাজার ৮৩৩ জনের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।

করোনার এই থাবা থেকে রক্ষা পেতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায়,কোনোভাবেই এ মহামারীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement