কোপা আমেরিকার সেমিফাইনালে কলোম্বিয়ার বিপক্ষে জিতে এ আসরের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলে ১-১ গোলে ড্র হলেও আর্জেন্টাইন গোল কিপারের কেরামতিতে ট্রাইব্রেকারে ৩-২ গোলের দুর্দান্ত জয় পায় মেসির দল। আর তাতেই ১৪ বছর পর কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইটা হয় নিশ্চিত। এর আগে প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে জিতে কোপার ফাইনাল আগেই নিশ্চিত করেছে ব্রাজিল।
ভোরে, ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফুটবলের সৌন্দয্য নষ্ট করেছে কলোম্বিয়া, এক ম্যাচে ফাইল করেছে ২৭ টি। এস্তাদিও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচে ৭ মিনিটে মার্টিনেজের স্কোরে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল করতে পারেনি কোন দল।
দ্বিতিয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে কলোম্বিযাকে সমতায় ফেরায় লুইস দায়াস। পরের সময়টুক লড়াই হয়েছে জমজমাট কিন্তু লিড নিতে পারেনি কোন দলই। শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টারাইবেকারে। আর কলোম্বিয়অল বিপক্ষে ৩-২ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।