জনপ্রিয় ব্র্যান্ড কসমো কনজুমারস লিমিডেটের রংপুর অঞ্চলের মাসিক সেলস মিটিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কসমো গ্রুপের রংপুর জোন কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে ওই অঞ্চলের কর্মকর্তারা যোগ দেন।
বৈঠকে কসমো কনজ্যুমারস প্রোডাক্টস লিমিটেড এর মানসম্মত বিভিন্ন পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং ডিলার ও পাইকারী-খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
কসমো কনজুমারস প্রোডাক্ট লিমিটেডের রংপুর অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ আসাদ ছাড়াও কর্মকর্তারা দিনে দিনে কসমো এর পণ্যের গ্রাহক চাহিদা বৃদ্ধি ও গ্রাহক সন্তুষ্টিতে সন্তোষ প্রকাশ করেন। তারা গ্রাহকদের হাতের নাগালে কসমো গ্রুপের পণ্য পৌঁছে দিতে কমর্কর্তা ও বিক্রয়কর্মীদের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করেন।
মাসিক এই সেলস মিটিং এ বিশেষ পুরস্কারের পাশাপাশি আগস্ট ২০২১ ইং মাসে শতভাগ টার্গেট অর্জনকারী কর্মকর্তা ও বিক্রয়কর্মীদদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।