১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

কাদিজের বিপক্ষে খুব কষ্টের জয় রিয়ালের

Advertisement

রিয়াল মাদ্রিদের ফুটবলার করিম বেনজেমা, মার্কো আসেনসিও, রদ্রিগোদের আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকল বার্সেলোনার গোলরক্ষকের জালে। পোস্ট ও ক্রসবারও বাধ সাধল। ফরোয়ার্ডদের ব্যর্থতার এই দিনে রিয়ালকে পথ দেখালেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেস। 

শেষ পর্যন্ত খুব কষ্টের জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। নাচো আর আসেনসিওর গোলে কাদিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। মুহুর্মুহু আক্রমণে এই মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি শটের রেকর্ডও গড়ল তারা। 

এই জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২।

আন্দালুসিয়ান ক্লাবগুলোর মাঠে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়ে কাদিজের মাঠে নামেন বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচজুড়ে প্রচুর আক্রমণ হলেও গোল পাওয়া যাচ্ছিল না কিছুতেই। ম্যাচে রিয়াল প্রথম গোল পায় ৭২ মিনিটে, নাচোর সৌজন্যে। চার মিনিট পর দ্বিতীয় গোলটি করেন আসেনসিও। এটি তার চলতি মৌসুমে দশম গোল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement