গত ২৭ মে ফাইজার-বায়েএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান কার্যক্রম। এ টিকা দেওয়া হবে ঢাকার ৩টি কেন্দ্রে। যে তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে সেগুলো হলো: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
আজ রোববার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক মৃধা বলেছেন- উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে আপাতত ঢাকার বাহিরে কোনো জেলায় এ টিকা পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স প্রকল্পের আওতায় ফাইজারের ১ লাখ ৬০২ ডোজ টিকা গত সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। আগামীকাল থেকেই এ টিকা কর্মসূচি শুরু করতে যাচ্ছি।