টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। দলীয় ২৩ রানে লিটন কুমার দাসকে ফিরিয়ে শুরুটা করেন ম্যাকনচি।লিটন দাস ১৫ রানে মাঠ চাড়ার পর মেহেদীকে আউট করেন প্যাটেল। পরে সাকিব আল হাসানকে শূণ্য রানে ফিরিয়ে দিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।
নাই্ম শেখকে নিয়ে জয়ের লক্ষ্যে ব্যকট করছেন মুশফিক।