২৭ জুলাই, ২০২৪, শনিবার

কুসিক নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী

Advertisement

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সুন্দর ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নির্বাচন স্বচ্ছ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ১৬ জুন দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। 

এ সময় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দিন পর আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন। সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থীর বলেছে স্বচ্ছ নির্বাচন হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন (ইসি) আমাদের প্রার্থীর ওপর নজরদারি বেশি করেছে। 

স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি জানিয়ে তিনি বলেন, অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না। এ সময় পরাজিত প্রার্থীকেও অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। 

মন্ত্রী বলেন, তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন। আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ৬ হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement