৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

কৃষ্ণাদের আবদার রেখেছে বসুন্ধরা কিংস

Advertisement

এই জাতীয় দলের খেলা, এই ক্লাব ফুটবল। তার মধ্যে করোনার প্রকটে কোথাও যাওয়াই হচ্ছে না নারী ফুটবলারদের। মাত্রই শেষ হয়েছে নারীদের ক্লাব ফুটবলের প্রথম লেগের খেলা। আগামী রোববার থেকেই শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। তাই এই ছুটিতেই টিম ম্যানেজম্যান্টের কাছে কোথাও থেকে ঘুরে আসার আবদার করেছিলো নারী ফুটবলাররা। কৃষ্ণা রানীদের সেই আবদার রেখেছে বসুন্ধরা কিংসের টিম ম্যানেজমেন্ট। দলের সব ফুটবলারদের নিয়ে আজ (শুক্রবার) ঘুরতে গিয়েছেন গাজী পুরের সারাহ রিসোর্টে। সেখানে দিনভর দারুণ মজা করেছেন নারী ফুটবলাররা। ক্ষণে ক্ষনেই ফেসবুকে আপলোড করছেন তাদের নতুন নতুন ছবি। বহুদিন পরে খোলা আকাশে নাকি পাখির মত উড়তে মন চাইছে তাদের।

কেটিভি প্রতিদিনকে এই ট্যুর সম্পর্কে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ফুটবলার কৃষ্ণারানী সরকার বলেন, আসলে জাতীয় ও ক্লাব ফুটবলে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। এখন প্রথম লেগের খেলা শেষ, কয়েকদিন বন্ধও আছে তাই ম্যানেজার স্যারকে ধরেছিলাম যে আমরা ঘুরতে যাবে। তার পর স্যার আমাদের সারাহ রিসোর্টে নিয়ে এসেছে। সারাদিন খুব মজা করেছি আমরা সবাই মিলে।

তিনি আরও বলেন, নিজেদের রিফ্রেস করে নিলাম যেন দ্বিতীয় লেগে আমরা আরও ভালো খেলতে পারি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement