১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার ৪ ফুটবলার; ব্রাজিল থেকে সুযোগ পেয়েছে ২ জন

Advertisement

এবারের কোপা আয়োজন করতে ঘাম ঝরেছে কনমেবলের। প্রথমে আর্জেন্টিনা-কলোম্বিয়ায় যৌথ ভাবে আয়োজনের কথা থাকলেও কলোম্বিয়ায় রাজনৈতিক কারণে আর আর্জেন্টিনা আয়োজন থেকে সরে দাঁড়ায় করোনার কারণে। পরে কনমেবল ব্রাজিলের সাথে কথা বললে শেষ পর্যন্ত কোপা ২০২০ আয়োজন করতে রাজি হয় এবং কোন রকম বাজে ঘটনা ছাড়াই দারুণ আয়োজনে শেষ হয় এবারের কোপা। ২৮ বছর পর কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

তবে এই আসের ফাইনালে স্কোর করে দলকে জেতানো ডি মারিয়ার জায়গা হয়নি কোপা ২০২০ এর সেরা একাদশে। মঙ্গলবার কোপার সেরা একাদশ ঘোষণা করে কনমেবল। এই একাদশে ব্রাজিল দল থেকে রাখা হয়েছে তিনজনের। আর্জেন্টিনা থেকে দলে রাখা হয়েছি ৪ ফুটবলারকে।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement